জাটকাঃ ১০ ইঞ্চি (২৫ সে মি) এর চেয়ে ছোট ইলিশ কে জাটকা বলা হয়। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং এটি আমাদের ভৌগোলিক নির্দেশক GI) পণ্য ।
তাই ১ লা নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে মি) এর নিচে জাটকা ক্রয়-বিক্রয় ,পরিবহন,মজুদ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তাই শিবপুর উপজেলার সবাইকে জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় ,পরিবহন,মজুদ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস